সংখ্যালঘুদের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় মোংলায় বিএনপির কমিটি
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ১৬:৪৫
সংখ্যালঘুদের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় মোংলায় বিএনপির কমিটি
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশের চলমান পরিস্থিতিতে সংখ্যালঘুদের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় শান্তি কমিটি গঠন করেছে মোংলা বিএনপি।


মোংলা পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র মো. জুলফিকার আলীর নেতৃত্বে বুধবার (৭ আগস্ট) প্রতিটি এলাকায় এই শান্তি কমিটির লোকজন কাজ শুরু করেছে। এছাড়া মাইকিং করে শহর জুড়ে নেতাকর্মীদের সতর্ক করা হচ্ছে।


জুলফিকার আলী বলেন, বুধবার সকালে মোংলায় প্রত্যেকটি গির্জা ও মন্দিরের শান্তি কমিটির কার্যক্রম পরিদর্শন করেছি। এ কমিটিতে রয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তারা বন্দর, শিল্প এলাকা এবং তাপ বিদ্যুৎ কেন্দ্রসহ রাষ্ট্রীয় সম্পদ রক্ষার পাহারার কাজ শুরু করেছে ।


এদিকে শান্তি কমিটিকে সকলে সাধুবাদ জানিয়েছে।


শেখ হাসিনা পদত্যাগ করার পর উত্তাল হয়ে ওঠে মোংলার রাজনৈতিক মাঠ। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


বিবার্তা/জাহিদ/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com