শিরোনাম
ঢাকায় ১৩ থানা ও দেশের ২ কারাগারে হামলা-ভাঙচুর
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ০০:২২
ঢাকায় ১৩ থানা ও দেশের ২ কারাগারে হামলা-ভাঙচুর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর ১৩টি থানা ও দেশের দুটি কারাগারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কতজন হতাহত হয়েছে, সেটা নিশ্চিত হওয়া যায়নি।


সোমবার (৫ আগস্ট) দিনভর এসব হামলার ঘটনা ঘটেছে।


পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাতে রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুর থানায় আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা। পল্লবী থানায় হামলা ও ভাঙচুর করা হয়েছে। রাত সাড়ে ৮টা পর্যন্ত উত্তরা পূর্ব থানা এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা–ধাওয়া চলছে। বিকেল সাড়ে ৪টার দিকে ভাটারা থানা ভবনে আগুন দেওয়া হয়েছে। হামলা হয়েছে বাড্ডা, যাত্রাবাড়ী, ওয়ারী ও রূপনগর থানায় হামলার খবর পাওয়া গেছে।


পুলিশ সদর দপ্তরের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দোলনকারীরা পুলিশ সদর দপ্তরের প্রধান ফটক ভেঙে ঢুকে ভাঙচুর চালায়। পুলিশ সদর দপ্তরের অনেক কর্মকর্তা এ সময় কার্যালয়ে আটকা পড়েন। পরে অবস্থার উন্নতি হলে তারা পূর্বদিকের দেয়াল টপকে নগর ভবনের ভেতরে চলে যান। পরে সেখান থেকে বের হয়ে যে যার গন্তব্যে চলে যান।


বিবার্তা/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com