শেরপুরে পিকআপ ভ্যান চাপায় নারী নিহত
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ১৫:৩০
শেরপুরে পিকআপ ভ্যান চাপায় নারী নিহত
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরের নকলার চিথলিয়ায় পিকআপ ভ্যানের চাপায় শাপলা নামে এক নারী মারা গেছেন। এ সময় আহত হয়েছেন তার শিশু সন্তানসহ আরও দু’জন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


১ আগস্ট, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শেরপুর-ঢাকা মহাসড়কের নকলা উপজেলার গনপদ্দি ইউনিয়নের পূর্ব চিথলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।


নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।


নিহত শাপলা (২৫) চিথলিয়া এলাকার আলম মিয়ার স্ত্রী।


পুলিশ ও স্থানীয়রা জানান, দ্রুতগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাপলা বেগম, তার ছেলে তাওহিদ (৩) ও বৃদ্ধ সমেজ মিয়াকে (৬৫) চাপা দিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যায় শাপলা। আহত শিশু ও বৃদ্ধকে উদ্ধার করে নকলা উপজেলা হাসপাতালে নিয়ে নেওয়া হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।


এদিকে দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় চালক। পরে পিকআপ ভ্যানটি জব্দ করেছে পুলিশ।


নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি এবং পিকআপ ভ্যানটি জব্দ করেছি। এ ব্যাপারে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com