ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে মোটরসাইকেলের ধাক্কায় মো. হাসনাইন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (৩১ জুলাই) রাত ৯ টার দিকে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ শশীভূষণ থানার পশ্চিম পাশে দক্ষিণ আইচা টু চরফ্যাশন সড়কের উপরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. হাসনাইন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের রাঁড়ি বাড়ির খাদেম আলী বেপারীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ শশীভূষণ থানার পশ্চিম পাশে দক্ষিণ আইচা টু চরফ্যাশন সড়ক দিয়ে যাচ্ছিল নিহত হাসনাইন। এসময় রসুলপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শাহাবুদ্দিন চৌকিদারের ছেলে সৈকতের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন হাসনাইন। স্থানীয়রা ও রসুলপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. হান্নান হাওলাদার তাকে উদ্ধার করে শশীভূষণ বাজারের পল্লী চিকিৎসক সাত্তারের কাছে এনে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য চরফ্যাশন হাসপাতালে নেওয়ার জন্য অটো বোরাকে উঠালে তার মৃত্যু হয়।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) ম. এনামুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/কামরুজ্জামান/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]