
নিরাপরাধ শিক্ষার্থীদের হয়রানি না করার আহ্বান জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন।
বুধবার (৩১ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত-সহিংসতা ও আইন শৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিভিন্ন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে, যা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। এ প্রক্রিয়ায় যাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোনো নিরাপরাধ শিক্ষার্থী হয়রানির স্বীকার না হয় তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুরোধ জানানো হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোনো নিরাপরাধ শিক্ষার্থী হয়রানির স্বীকার হলে তা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বা সহকারী প্রক্টরকে অবহিত করার জন্য বলা হলো।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]