দেশের দুর্যোগময় মুহূর্তে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের আহ্বান
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ১৯:১১
দেশের দুর্যোগময় মুহূর্তে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের আহ্বান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের তোপখানা রোডস্থ অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দেশের চলমান পরিস্থিতির আলোকে এডভোকেট ঢালী মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এবং শাহজাহান কবির বীর প্রতীকের সঞ্চালনায় এক গুরুত্বপূর্ণ এক সভা অনুষ্ঠিত হয়।


৩১ জুলাই, বুধবার সভায় বক্তারা বলেন, কোটা আন্দোনের নামে ইতোমধ্যে দেশব্যাপী স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর সশস্ত্র নগ্ন হামলা ও অগ্নিসন্ত্রাস এবং লুটপাট দেশব্যাপী যে নৈরাজ্য ও ভীতি সৃষ্টিকরাসহ শতাধিক প্রাণহানি ও আহতদের ঘটনায় জনজীবন বিপর্যস্তসহ সরকারি-বেসরকারি সম্পত্তি স্থাপনা ধংসের সাথে জড়িত ও মদদদাতাদের দ্রুত আইনের আওতায় এনে যথোপযুক্ত বিচারের ব্যবস্থা করা হোক। উক্ত আন্দোলনে নিহত ও আহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।


সভায় দেশের এই দুর্যোগময় মুহূর্তে সকল মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ হয়ে সকল সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের আহ্বান জানানো হয়।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com