বর্তমানে মাছে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: আমু
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ১৮:১৯
বর্তমানে মাছে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: আমু
ঝালকাঠি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ বর্তমানে মাছে স্বয়ংসম্পূর্ণ বলে মন্তব্য করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক-মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, স্থানীয় চাহিদা পূরণ করে দেশের মাছ বিদেশে রফতানি হচ্ছে।


৩১ জুলাই, বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।


তিনি বলেন, আমাদের দেশে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে তার সঠিক ব্যবহার করা হলে এ দেশ অনেক উন্নত হবে। বঙ্গবন্ধুর সব পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো. রবিউল ইসলাম, সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা, সাংবাদিক ও মৎস্যজীবী প্রমুখ।


আলোচনা সভা শেষে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় জেলার ৪ জন মৎস্যচাষীকে ক্রেস্ট দেয়া হয়।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com