
নাটোরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
৩১ জুলাই, বুধবার রাত সাড়ে ৩টার দিকে শহরের বড় হরিশপুর বাইপাস এলাকায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করা হয়।
৩১ জুলাই, বুধবার দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন - শহরের উত্তর বড়গাছা (জোলারপাড়) এলাকার নাজিম উদ্দিনের ছেলে সাব্বির হোসেন (২৪) এবং একই এলাকার হুমায়ুন কবিরের ছেলে হাসিবুল হাসান হিমেল (২৭)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে শহরের হরিশপুর বাইপাস এলাকায় গেয়েন্দা পুলিশের একটি দল চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাব্বির ও হিমেল নামে দুই যুবকের কাছ থেকে পাঁচশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের দু’জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাটোর সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]