বরিশালের আগৈলঝাড়ায় অর্নাস পড়ুয়া এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৯ জুলাই, সোমবার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
মৃত সীমা মণ্ডল (২২) আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের মাগুরা (বাহাদুরপুর) গ্রামের মাধব মণ্ডলের মেয়ে।
পাশাপাশি সে মাদারীপুরের ডাসার এলাকার সরকারি শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজে অনার্সের তৃতীয় বর্ষে লেখাপড়া করতেন।
বিষয়টি নিশ্চিত করে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম।
তিনি জানান, পরিবার থেকে সীমা মণ্ডলের বিয়ে ঠিক করা হয়। তবে যার সঙ্গে বিয়ে ঠিক করা হয় সে দুই সন্তানের জনক এমন খবরে সীমা মণ্ডল তার নিজ পরিবারের সদস্যদের ওপর অভিমান করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এর প্রেক্ষিতে রবিবার রাতে ঘরের পাশে কাঁঠাল গাছের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে সীমা।
স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে সোমবার (২৯ জুলাই) সকালে আগৈলঝাড়া থানার এসআই মোশরাফ হোসেন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সোমবার দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]