
কোটা বিরোধী আন্দোলন চলাকালে নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এনিয়ে বিভিন্ন মামলায় গত ১৩ দিনে নগরে মোট ৫৩২ জন গ্রেফতার হলেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বলেন, গত ২৪ ঘণ্টায় নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করা হয়।
সবমিলিয়ে নগরের ২০টি মামলায় ৫৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।
সর্বশেষ নগরের পাঁচলাইশ থানায় দায়েরকৃত মামলায় ৫০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]