
সিরাজগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে রুবেল ভুঁইয়া (৪৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
২৮ জুলাই, রবিবার সকালে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত রুবেল ভু্ঁইয়া সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার বাসিন্দা।
সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার এ এস এম কামরুল হুদা জানান, অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ডাদেশ পেয়ে গত ১৩ জুলাই কারাগারে আসেন রুবেল ভুঁইয়া। রবিবার ভোর ৪টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় কারাগারের চিকিৎসকদের পরামর্শে তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]