
ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদের উপনির্বাচন স্থগিত করা হয়েছে। ২৭ জুলাই এ উপনির্বাচন হওয়ার কথা ছিল।
উপনির্বাচন স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা নির্বাচন কর্মকর্তা মো. ছালেক।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় নির্বাচন কমিশন থেকে ২২ জুলাই তাকে মুঠোফোনে নির্বাচন স্থগিত কথা জানিয়েছেন। শিগগিরই উপনির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হবে।
গত ২১ মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য ইউপি চেয়ারম্যান নুরুল আমিন সুরুজ পদত্যাগ করেন। তবে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করে হেরে যান। শেখেরহাট ইউপি চেয়ারম্যানের পদ ফাঁকা হয়ে যাওয়ায় উপনির্বাচনের তফশিল ঘোষণা করা হয়। ২৭ জুলাইয়ের উপনির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]