
পিরোজপুরের ইন্দুরকানীতে মাছ শিকারে গিয়ে মো. আল আমীন মৃধা (৪৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ আল আমীন উপজেলার দক্ষিণ চন্ডিপুর এলাকার মৃত: নুরুল ইসলাম মৃধার ছেলে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (২৫ জুলাই) রাত ৯ টায় প্রতিদিনের মত মাছ শিকারে গেলে সে ফিরে আসে নাই। আল আমীন প্রায়ই ঝাঁকি জাল নিয়ে পানগুছি নদীতে মাছ শিকার করত।
স্বজনরা জানায়, নিখোঁজের পর থেকে আমরা বিভিন্ন স্থানে তাকে খোঁজা খুঁজি করি। ট্রলার নিয়ে লোকজন নদীর বিভিন্ন প্রান্তে খোঁজ করছে। কিন্তু তার কোন সন্ধান পাওয়া যায় নাই।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার জানায়, আল আমীন নিখোঁজের ব্যাপারে থানায় এখনো কোন সংবাদ দেওয়া হয় নাই।
বিবার্তা/শামীম/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]