
নওগাঁয় ইটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় সিফান হোসেন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
২৫ জুলাই, বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কাদিমপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
সিফান হোসেন কাদিপুর গ্রামের মুমিন হোসেনের ছেলে।
ওসি জাহিদুল হক বলেন, সকালে বাড়ির সামনে খেলা করছিল শিশুটি। একপর্যায়ে রাস্তা পার হওয়ার সময় ইটবোঝাই এক ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এটে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
ওসি আরও জানান, ঘটনার পর ট্রাক চালক ও হেলপারকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। এবিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]