বরিশালে সহিংসতা ও নাশকতা মামলায় গ্রেফতার ৭৮
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ১৩:৪২
বরিশালে সহিংসতা ও নাশকতা মামলায় গ্রেফতার ৭৮
বরিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বরিশাল নগরসহ জেলা থেকে গত দুইদিনে ৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে।


এরই মধ্যে তাদের সবাইকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার প্রনয় রায় জানান, কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংস ঘটনায় বরিশাল মেট্রোপলিটনের চার থানায় পুলিশ বাদী হয়ে চারটি মামলা করেছে। এছাড়া এক ব্যক্তি বাদী হয়ে একটি মামলা করেন।


মোট পাঁচটি মামলায় ৩৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা দুই হাজার ৭৮০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার বিকেল পর্যন্ত ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে।


অপরদিকে বরিশাল জেলা পুলিশের সুপার ওয়াহিদুল ইসলাম জানান, তার ১০ থানা এলাকা থেকে গত দুইদিনে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকেরগঞ্জ থানায় করা একটি নাশকতার মামলায় সবাইকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com