আড়াই ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ১৬:৫১
আড়াই ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে কোটা আন্দোলনকারীরা।


১৮ জুলাই, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের এই অবরোধ কর্মসূচি চলে। এসময় মহাসড়কের দুই পাশে প্রায় ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাধারণ ছাত্র ছাত্রীবৃন্দের ব্যানারে আশুগঞ্জ প্রেস ক্লাবের সামনে থেকে একটি মিছিল শুরু হয়ে আশুগঞ্জ গোলচত্তর ও সোনারামপুর ঘুরে সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোল প্লাজা এলাকায় গিয়ে দুই পাশের রাস্তা বন্ধ করে দেয়। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা গিয়ে তাদের বাধা দিলে আন্দোলনকারীরা রাস্তায় বসে যায়। এসময় শিক্ষার্থীরা পুলিশদের উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেয়। পরে টোলপ্লাজা কাউন্টারের সামনে বসে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা।


এ সময় আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক ও আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ আহমেদ গিয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলে প্রায় আড়াই ঘণ্টা পর তাদের মহাসড়ক থেকে সড়িয়ে নেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়।


বিবার্তা/নিয়ামুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com