ফের যাত্রাবাড়ী টোল প্লাজায় আগুন দিয়েছে কোটাবিরোধীরা
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ১৪:২৫
ফের যাত্রাবাড়ী টোল প্লাজায় আগুন দিয়েছে কোটাবিরোধীরা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আবারও আগুন দিয়েছে কোটাবিরোধীরা।


১৮ জুলাই, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে আগুন দেওয়া হয়।


এর আগে বুধবার (১৭ জুলাই) রাতেও হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেয় কোটাবিরোধীরা।


এদিকে বেলা সাড়ে ১১টার দিকে কাজলা এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের ফলে কাজলাসহ টোল প্লাজা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় আন্দোলনকারীদের নানা ধরনের স্লোগান দিতেও দেখা যায়।


সংঘর্ষ চলাকালে আন্দোলনকারীরা একজনকে ব্যাপক মারধর করেন। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া ১০৩ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কার্যালয় ভাঙচুর করেন কোটাবিরোধীরা।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com