
ঢাকা-কালনা-যশোর-বেনাপোল মহাসড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শুভ শেখ (২০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সে খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। এ সময় আহত হয়েছে আরো ও চার জন।
বুধবার (১৭জুলাই) রাত ৮টার দিকে লোহাগড়া রামপুর এলাকার নিরিবিলি পিকনিক স্পটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত শুভ উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদহ গ্রামের ইমরান শেখের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদহ গ্রামের লিফটন ফকিরের ছেলে রাব্বি ফকির (২০) একই গ্রামের ইমরান শেখের ছেলে শুভ শেখ (২০) ও শাহাজান শেখের ছেলে আজিম শেখ (২০) মোটরসাইকেল যোগে তারা লোহাগড়া বাজার থেকে ধোপাদহ গ্রামে ফিরছিলেন। বিপরীত দিক থেকে আসা ঝিনাইদহ জেলার শেখপাড়া গ্রামের দরবেশ ছেলে কামাল মিয়া (৪৫) ও তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে লোহাগড়ায় আসছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে এলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় স্থানীয় লোকজন দুর্ঘটনায় আহত পাঁচজনকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আহত শুভকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহত রাব্বিকে রাতেই উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত আজিম শেখ লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত কামাল মিয়া ও তার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনায় ১জন নিহত ও চারজন আহত রয়েছে।
বিবার্তা/শরিফুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]