
রাজশাহীর বাঘায় রুস্তমপুর এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল ও গুলিসহ ২ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার হরিরামপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে মো. তরিকুল (২৫), মো. মকিম উদ্দীনের ছেলে মো. সেলিম রেজা (২৬)।
তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলিসহ ১টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন ও ২টি সিমকার্ড জব্দ করা হয়েছে।
১৭ জুলাই, বুধবার তাদের বিরুদ্ধে বাঘা থানায় মামলা দায়ের করেছে র্যাব-৫। আগেরদিন মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় সিপিএসসি, র্যাব-৫, রাজশাহীর একটি দল অভিযান পরিচালনা করে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধৃত আসামিদ্বয় এলাকার চিহ্নিত অস্ত্র কারবারী। তাদের বসতবাড়ি সীমান্তবর্তী এলাকায় হওয়ার সুবাদে দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত হতে অবৈধ বিদেশি পিস্তল ও গুলি সংগ্রহ করে বিভিন্ন ব্যক্তি ও অস্ত্র কারবারীদের নিকট বিক্রয় করে আসছে।
বাঘা থানার ডিউটি অফিসার উপ-সহকারি পরিদর্শক (এএসআই) হাসনা খাতুন জানান, বুধবার র্যাব-৫ এর সহকারি পরিদর্শক (এসআই) জয়দেব শর্মা বাদি হয়ে বাঘা থানায় মামলা দায়ের করেছেন।
বিবার্তা/রানা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]