সাগরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ২২:১৭
সাগরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ দুইদিন পর মহেশখালীর সোনাদিয়া থেকে উদ্ধার করা হয়েছে।


১৭ জুলাই, বুধবার বিকেলে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া দ্বীপ সংলগ্ন সাগরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানান জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিদুল রহমান তন্ময়।


মৃত মো. রাহাত (১৮) ঢাকার কামরাঙ্গীরচর থানার আল হেরা কমিউনিটি সেন্টার এলাকার আলী আকবরের ছেলে।


গত সোমবার দুপুরে কক্সবাজার সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি ডিভাইন রিসোর্ট সংলগ্ন এলাকার সাগরে গোসলে নামে মো. রাহাতসহ ৪ জন। এসময় স্রোতের টানে ভেসে যেতে থাকা ৩ জনকে স্থানীয়রা উদ্ধার করতে সক্ষম হলেও তিনি ভেসে যান। পরে স্থানীয় লাইফগার্ড ও বিচকর্মীরা সৈকতের বিভিন্ন পয়েন্ট সাগরে খোঁজ নিয়েও তার সন্ধান পাননি।


স্থানীয়দের বরাতে তানজিদুল রহমান তন্ময় বলেন, বুধবার বিকেলে মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপ সংলগ্ন সাগরে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা। পরে তারা মরদেহটি উদ্ধার করে সাগর তীরে নিয়ে এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।


পরে নিখোঁজ পর্যটকের মরদেহে ছবি স্বজনদের কাছে পাঠানোর পর পরিচয় শনাক্ত হওয়া গেছে।


নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান জেলা প্রশাসনের এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।


বিবার্তা/ফরহাদ/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com