ভোলায় প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ১৭:৩৩
ভোলায় প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভোলার বোরহানউদ্দিনে ৯ হাজার ৮ শত পিস ইয়াবাসহ মো. আওলাদ হোসেন ওরফে আলাউদ্দিন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।


১৪ জুলাই, রবিবার ভোরে উপজেলার হাকিমউদ্দিন বেড়িবাধ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।


রবিবার দুপুরে ভোলা জেলা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।


আটককৃত মো. আওলাদ হোসেন ওরফে আলাউদ্দিন ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামের মো. আজাহার মীরের ছেলে।


সংবাদ সম্মেলনে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পেরেছি ঢাকার সদরঘাট থেকে একটি যাত্রীবাহী লঞ্চে এক ব্যক্তি ইয়াবাসহ হাকিমউদ্দিনে আসছেন। ওই সংবাদের ভিত্তিতে আজ ভোরের দিকে অভিযান পরিচালনা করে হাকিমউদ্দিন বেড়িবাধ সংলগ্ন এলাকা থেকে মো. আওলাদ হোসেন ওরফে আলাউদ্দিন কে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আটক করে বোরহানউদ্দিন থানার পুলিশ।


বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরের দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


বিবার্তা/শাহীন/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com