
পিরোজপুরের ইন্দুরকানীতে ৩৫ বছর পর নয় বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছে থানা পুলিশ।
১২ জুলাই, শুক্রবার রাতে ঢাকা খুলনা টুথপাড়া এলাকা থেকে ইন্দুরকানী থানার এসআই আ. জলিল ও এএসআই মুনছুর আলমের নেতৃত্বে উপজেলার বালিপাড়া গ্রামের মৃত সোহরাব মাতুব্বরের ছেলে আব্দুল হাকিমকে গ্রেফতার করেন।
থানা সূত্রে জানা যায়, ইন্দুরকানী থানার হত্যা চেষ্টায় মামলার জিআর ১২১/৮৭ ধারা ৩০৭/৩১৩ পেনাল কোড অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে নয় বছরের সাজা প্রধান করেন। এরপর থেকে ৩৫ বছর পলাতক ছিলেন।
ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার জানান, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে খুলনা টুথপাড়া থেকে নয় বছরের সাজাপ্রাপ্ত আসামি আঃ হাকিমকে এসআই আ. জলিল ও এএসআই মুনছুর আলম তার সংগীয় ফোর্স নিয়ে গ্রেফতার করেন। শনিবার আদালতে প্রেরণ করা হবে।
বিবার্তা/শামীম/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]