শ্রীমঙ্গলে জমি সংক্রান্ত বিরোধের জেরে শিক্ষানবিশ আইনজীবী নিহত
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ১৯:১১
শ্রীমঙ্গলে জমি সংক্রান্ত বিরোধের জেরে শিক্ষানবিশ আইনজীবী নিহত
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক শিক্ষানবিশ আইনজীবী নিহত হয়েছেন। এ সময় প্রতিপক্ষের হামলায় নিহতের ভাই গুরুতর আহত হয়েছেন।


১২ জুলাই, শুক্রবার সকালে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের তেলিআবদা কোনাগাও গ্রামের আজিম উদ্দিনের ছেলেরা বিরোধপূর্ণ জমিতে হাল চাষ করতে গেলে দুই পক্ষ বিবাদে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় আজিম উদ্দিনের ছোট ছেলে আইনের শিক্ষার্থী ইমাদ উদ্দিন রকিব (২৫) ও হেলাল উদ্দিন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইমাদ উদ্দিন রকিবকে মৃত ঘোষণা করেন। আহত হেলাল উদ্দিনকে গুরুতর আহতবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।


নিহত রকিবের বাবা আজিম উদ্দিন জানান, একই গ্রামের রুপ তালুকদারের স্ত্রী জরিনা বেগমের কাছ থেকে ৪২ শতক জমি ক্রয় করে ভোগদখল করে আসছিলেন। এই জমির আগের মালিক ছিলেন খলিল মিয়া গং। বিগত আরএস রেকর্ডে এই জমি খলিল মিয়া গংদের নামে চলে যায়। এ নিয়ে একাধিক সালিসে সমাধান না হলে তিনি মৌলভীবাজার দেওয়ানি আদালতে মামলা করেন।


শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ডৎজ্ঞাসাবাদের জন্য ২জনকে আটক করা হয়েছে।


বিবার্তা/রিয়ন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com