না‌জিরপু‌রে গভীর রাতে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ১৭:২২
না‌জিরপু‌রে গভীর রাতে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা
না‌জিরপুর (পি‌রোজপুর) প্রতি‌নি‌ধি
প্রিন্ট অ-অ+

পি‌রোজপুর জেলার না‌জিরপুর উপ‌জেলার কা‌লিবাড়ী বাজার এলাকার উত্তর জয়পুর গ্রা‌মে দুর্বৃত্তদের এলোপাতাড়ি দায়ের কোপে যু‌থিকা বালা (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।


১১ জুলাই, বৃহস্প‌তিবার দিবাগত রাত ১২ টার দিকে শ্রীরামকাঠী ইউনিয়‌নের উত্তর জয়পুর গ্রা‌মের নারায়ন বালার বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত যু‌থিকা বালা ওই এলাকার নারায়ন বালার স্ত্রী।


থানা পুলিশের ধারণা মাদকাসক্ত কোন লোক টাকার জন্য তা‌দের বা‌ড়ি‌তে ঢু‌কে গৃহবধু‌কে কুপিয়ে হত্যা করতে পারে। এ ঘটনায় মৃ‌তের ছেলে জ্যোতিষ বালা ও তার চাচাতো ভাই উজ্জ্বল বালাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক ক‌রে‌ছে থানা পু‌লিশ।


নিহতের ছেলে খিতিশ বালা জানান, তা‌দের কালিবাড়িতে তার একটি চায়ের দোকান রয়েছে। প্রতিদিন ওই দোকানের কাজ শে‌ষে ১১-১২ টার দিকে তার পিতা ও তিনি বাড়িতে যান। প্রতি‌দি‌নের দিনের মতো রাত ১২ টার দিকে তিনি ও তার পিতা দোকান থেকে বাড়িতে ফিরেন। এর কিছু আগে বড় ভাই জ্যো‌তিষ বালা বাড়িতে ফিরে দেখতে পান তার মাকে দুর্বৃত্তরা মারাত্মকভাবে কুপিয়ে আহত করে রক্তাক্ত অবস্থায় ঘরে ফে‌লে রেখে গেছে।


তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এম্বু‌লে‌ন্সে খুলনায় রওনা হ‌লে উপ‌জেলার আদাজু‌ড়ি নামক স্থা‌ন পর্যন্ত পৌছাইলে তি‌নি মৃত‌্যুবরণ ক‌রেন।


তিনি আরো জানান, আমরা এন‌জিও থে‌কে লোন তু‌লি, তার কিছু টাকা ঘরে ছিল। ধারণা করা হচ্ছে কেউ ওই টাকা নিতে আসলে মা তাতে বাঁধা দেন। এর জের ধরে মাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে তার মা কিছুটা মানু‌ষিক ভারসাম্যহীন। তাদের পারিবারিক কোন শত্রু নাই বলে তার দাবি। তার মা তাদের ফাঁকা বাড়িতে ওই রাতে একাই ছিলেন।


স্থানীয় ইউপি সদস্য মো. তা‌রিকুল ইসলাম সিন্টু হাওলাদার বলেন, তার বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘ‌টে। ঘটনার খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে সেখানে গিয়ে গৃহবধু‌কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গে‌লে কর্তব‌্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরণ করেন।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জিনাত তাসনিম বলেন, ওই নারীর নাক, মুখ ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে দাঁড়ালো অস্ত্রের কয়েকটি কোপের চিহ্ন রয়েছে হা‌তের এক‌টি আঙ্গুল ও বি‌চ্ছিন্ন হ‌য়ে গে‌ছে।


নাজিরপুর থানার অফিসার ইনচার্জ পু‌লিশ প‌রিদর্শক (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, পুলিশ সুপার স‌্যারসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা ধারণা করা সম্ভব হচ্ছে না। কেননা তা‌দের পারিবারিক অবস্থা মোটেই ভালো না। তা ছাড়া তিনি মানসিক প্রতিবন্ধী। লাশ ময়না তদ‌ন্তের জন‌্য ম‌র্গে প্রেরণ করা হ‌য়ে‌ছে, এবিষ‌য়ে অজ্ঞাতনামা এক‌টি হত‌্যা মামলা রুজু হ‌য়ে‌ছে।


বিবার্তা/ম‌শিউর/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com