কাউখালীতে অসহনীয় সবজির বাজার
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ১৭:১৫
কাউখালীতে অসহনীয় সবজির বাজার
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের কাউখালীতে যতই দিন যাচ্ছে পেঁয়াজ-কাচাঁ মরিচসহ সবজির দাম যেন পাল্লা দিয়ে বাড়ছে। ঠেকানো যাচ্ছে না সবজির দাম। সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে কেজিতে বেড়েছে ২৫ টাকা। বেগুনসহ প্রায় সবজির দাম কেজিতে ১০-২০ টাকা বেড়েছে।


ক্রেতারা বলছেন, আগুন লেগে গেছে বাজারে। শাকের দামও বাড়ছে। ২০ টাকায় কোনো শাকের আঁটি পাওয়া যায় না।


বিক্রেতারা বলছেন, বন্যায় দেশের বিভিন্ন এলাকা ভেসে গেছে। সরবরাহ কমে গেছে। এজন্য দাম চড়া।


১২ জুলাই, শুক্রবার সরেজমিন দেখা গেছে, কাউখালীর সাপ্তাহিক হাটে সবজির দাম অনেক চড়া। বাজারে পেঁয়াজ ১১০ টাকা কেজি, রসুন ২২০ টাকা, আদা ৪৫০ টাকা, কাঁচা মরিচ ২৫০ থেকে ৩০০ টাকা কেজি, আলু ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া কাকরোল ৯০ টাকা, ঢ্যাঁড়শ ৪০ টাকা, বরবটি ৮০ টাকা, ঝিঙ্গা ৪০ টাকা,পেপে ৫০ টাকা, শসা ৭০ টাকা, করলা ১০০ টাকা, পটোল ৪০ টাকা, বেগুন ৮০ টাকা কেজি, মিষ্টি কুমড়া ৪০ টাকা, বড় সাইজের একটি চালকুমড়া ৫০ থেকে ৬০ টাকা, কচুরা লতা ৮০ টাকা কেজি, কচুর মুখী ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া যেকোনো ধরনের শাক বিক্রি হচ্ছে প্রতি আঁটি ২০ থেকে ৩০ টাকা।


সবজি বিক্রেতা সুমন বলেন, সবজির বাজার স্থিতিশীল নয়। কোরবানির পর অসময়ের বন্যা, অতিবৃষ্টিতে সবজি ক্ষেতের ক্ষতি হওয়ায় সবজির বাজার বেসামাল হয়ে পড়েছে। আদা, রসুন, পেঁয়াজ, মরিচের দাম বেড়েই চলেছে। আমরা কি করব, আমরা ছোট ব্যবসায়ী মোকামে জিনিসের দাম বৃদ্ধি পেলে আমাদের কিছু করার থাকে না।


বাজারে সবজি কিনতে আসা স্কুলশিক্ষক মনির হোসেন বলেন, বাজারে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা মরিচে দাম নাগালের বাইরে চলে গেছে।


তিনি আরো বলেন, এভাবে বাজার ব্যবস্থাপনা চলতে পারে না। অবশ্যই বাজার মনিটরিংয়ের মাধ্যমে বাজার বিপণনব্যবস্থা সঠিকভাবে করা উচিত।


রিকশাচালক কালাম বলেন, মাছ-মাংস তো চোখেই দেখি না। সবজি দিয়ে ভাত খাবো তার উপায় নেই। সবজির বাজারে যেন আগুন লেগেছে। দেখার কেউ নেই। আমাদের মতো গরিব মানুষের লবণ দিয়ে ভাত খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই।


মোজাম্মেল হোসেন নামের আরেকজন ক্রেতা বলেন, দাম এতটা বেড়ে যাওয়ার যুক্তিসংগত কারণ নেই। এর পেছনে খুচরাসহ পাইকারি বিক্রেতাদের কারসাজি রয়েছে। প্রতিবারই তারা কীভাবে দাম বাড়িয়ে ভোক্তাদের পকেট কাটা যায় সেই ধান্দা-ফিকিরে থাকেন।


বিবার্তা/রবিন/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com