
পিরোজপুরের কাউখালীতে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১১ জুলাই, বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় ২-১ গোলে বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে হারিয়ে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল চাম্পিয়ন হয়েছে।
এর আগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইবেকারে ৩-০ গোলে নিলতী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে হারিয়ে জোলাগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু।
এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস শহীদ, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো. মুনিবুর রহমান প্রমুখ।
পরে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়ের হাতে ট্রফি তুলে দেন।
বিবার্তা/রবিন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]