কাউখালীতে ব্রিজ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে এলাকাবাসী
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ১৪:৩১
কাউখালীতে ব্রিজ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে এলাকাবাসী
পিরোজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের কাউখালীতে ব্রিজ ভেঙ্গে খালে পড়েছে। এতে করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে দুর্ভোগে পড়েছে এলাকাবাসী।


জানা গেছে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাকুর গ্রামের কাঠালতলা খালের উপর থাকা ব্রিজটি ভেঙ্গে খালের মাঝে পড়ে যায়। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বিশাল আকৃতির একটি রেন্ট্রি গাছ উপড়ে ব্রিজের উপরে পড়লে তা ভেঙ্গে খালে পড়ে যায়।


ফলে ওই খাল দিয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ব্রিজ ভেঙ্গে খালের মাঝখানে পড়ায় নৌকা ও ট্রলার চলাচল করতে পারছে না। বিকল্প কোন পথ না থাকায় আমরাজুরি ও সয়না রঘুনাথপুর ইউনিয়নের সাথে কাউখালী উপজেলার সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।


উপজেলা সদর থেকে সন্ধ্যা নদী পার হয়ে বদ্বীপ খ্যাত সয়না ও আমড়াজুড়ি ইউনিয়নে যেতে হয়। উপজেলার সাথে এই ইউনিয়নের যোগাযোগের একমাত্র মাধ্যম খেয়া পারাপার। উপজেলার দক্ষিণ বাজার চিরাপাড়া নদীর মোহনা থেকে খেয়ার ট্রলার ছেড়ে গিয়ে কাঁঠালতলা খালের মোহনায় যাত্রীদের নামিয়ে দেয়। এখান থেকে মানুষ মেকপাল, সোনাকুর, সয়না, রঘুনাথপুর সহ বিভিন্ন গ্রামে যাতায়াত করে।


আর ব্রিজ পার হয়ে যেতে হয় ই,জি,এস শিক্ষা নিকেতন, রঘুনাথপুর স্কুল, সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ, রঘুনাথপুর হাফেজিয়া মাদ্রাসা, সোনাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানে। অথচ কাঠালতলা খালের জনগুরুত্বপূর্ণ ব্রিজটি ভেঙ্গে পড়ায় স্কুলকলেজের ছাত্র-শিক্ষকসহ সাধারণ মানুষ ও কৃষকদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়।


ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব দেড় মাস আগে শেষ হলেও সাধারণ মানুষের ভোগান্তি আজও লাগব হয়নি। এমনকি খালের ভিতরে ভেঙ্গে পরা ব্রিজ কর্তৃপক্ষ অপসারণ করার কোন উদ্যোগ গ্রহণ করেনি। ফলে স্থলপথ ও পানিপথে চলাচলের সাধারণ মানুষের চরম ভোগান্তি হয়।


এ ব্যাপারে আমরাজুরি ইউনিয়নের গন্তব্য মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাসেল হোসেন বলেন সাধারণ মানুষের চলাচলের ভোগান্তি পোহাতে হচ্ছে।


আমরাজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর হোসেন বলেন, এই জনগুরুত্বপূর্ণ সাঁকোটি অবিলম্বে মেরামতের উদ্যোগ নেয়া হবে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বলেন, সরেজমিন পরিদর্শন করা হয়েছে চলাচলের ভোগান্তি দূর করতে জরুরিভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/তাওহিদুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com