
নাটোরের সিংড়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৮ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে রাজশাহী বিভাগীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
১০ জুলাই, বুধবার দুপুর ১টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ট্রাকের ২৬০ বস্তা ধানের মধ্যে বিশেষ কৌশলে পাচারকালে ২৮ কেজি গাজা এবং এই কাজে ব্যবহৃত ২৬০ বস্তা ধানসহ একটি ট্রাক এবং একজন মাদক চোরাকারবারিকে আটক করেছে রাজশাহী বিভাগীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃত শিমুল খাঁ (৩০) পাবনা জেলার আমিনপুর উপজেলার বসন্তপুর গ্রামের নাসির খাঁর পুত্র।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহীর উপ-পরিদর্শক মোসাদ্দেক হোসেন এর নেতৃত্বে ১টি টিম সিংড়া উপজেলার নাটোর বগুড়া মহাসড়ক সংলগ্ন জলারবাতা এলাকায় সন্দেহজনক ট্রাকের গতি থামিয়ে তল্লাশি করে। এসময় ২৮ বস্তা গাঁজাসহ শিমুলকে আটক করা হয়।
বিবার্তা/রাজু/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]