
রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় মুজিবুল হক চৌধুরী (বয়স ৪৫) নামক এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মানসিক রোগী ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।
শুক্রবার( ৫ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে দুর্ঘটনাটি ঘটে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় রাত সারে আটটার দিকে মারা যান তিনি।
নিহতের ভাই মিরাজ হোসেন জানান। আজ বিকেলে আমার ভাই খিলখেত রেল ক্রসিংয়ের সামনে দিয়ে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে পথচারীরা উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসা জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান আমার ভাই।
তিনি আরও বলেন, আমাদের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া থানার আরবান গ্রাম, বর্তমানে খিলক্ষেত এলাকার একটি বাসা ভাড়া বাসায় থাকতেন তিনি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মহম্মদ বাচ্চু মিয়া বলেন, খিলখেতে ট্রেনের ধাক্কায় ঢামেক এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল জরির বিভাগ নর্গে রাখা হয়েছে বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকেজানানোহয়েছে।
বিবার্তা/বুলবুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]