ঝিনাইদহে প্রাথমিক শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলা
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০০:৫০
ঝিনাইদহে প্রাথমিক শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলা
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের শৈলকুপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রমোথনাথ রায় (৫৯) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের উপর হামলার ঘটনা ঘটেছে।


৪ জুলাই, বৃহস্পতিবার দুপুরে উপজেলার দুধসর ইউনিয়নের ভাটই বাজারে এ ঘটনা ঘটে।


স্থানীয়রা আহত শিক্ষককে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।


আহত শিক্ষক টংবিলা গ্রামের মৃত জয়দেব রায়ের ছেলে ও আগবোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বর্তমানে তিনি এক বছরের অবসরকালীন ছুটি ভোগ করছেন বলে জানা যায়।


আহত শিক্ষক জানান, বৃহস্পতিবার দুপুরে ভাটই বাজারের হরেনের চায়ের দোকানে চা পান করছিলেন। হঠাৎ পিছন থেকে কয়েকজন দুর্বৃত্ত লাঠিসোটা দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে দ্রুত স্থান ত্যাগ করে। হামলার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এসময় তিনি হামলাকারীদের সঠিক নাম পরিচয় বলতে পারেননি।


স্থানীয় সামাজিক বিরোধে তার উপর হামলা হতে পারে বলে তিনি মন্তব্য করেন।


শিক্ষকের উপর হামলার ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, ঘটনাটি তিনি জানেন না।


শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম চৌধুরী বলেন, তিনি কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/রায়হান/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com