খালেদা জিয়ার মুক্তির দাবিতে ভোলায় বিএনপির সমাবেশ
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ২০:৪০
খালেদা জিয়ার মুক্তির দাবিতে ভোলায় বিএনপির সমাবেশ
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


৩ জুলাই, বুধবার বেলা ১১ টার দিকে ভোলা শহরের মহাজনপট্রিস্থ দলীয় কার্যালয় সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


এর পূর্বে ভোলা পৌর ওয়ার্ড ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে আসেন নেতা-কর্মীরা। এছাড়া চরফ্যাশন, মনপুর, লালমোহন, তজুমদ্দিন, লালমোহন, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলা থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিতি হন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগানে মুখরিত ছিল ভোলা জেলা বিএনপি কার্যালয় চত্বর।


ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলম নবী আলমগীরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, বিএনপি'র চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।


সমাবেশে বক্তব্য রাখেন, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, হারুন অর রশিদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান, এনামুল হক, বশির হাওলাদার, কবির হোসেন, সদস্য ইয়ারুল আলম লিটন, লোকমান গোলদার, আমিরুল ইসলাম বাসেদ, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌর বিএনপি সভাপতি আবদুর রব, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম, জেলা কৃষক দলের সভাপতি আবদুর রহমান সেন্টু, শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানভির তালুকদার, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন অদুদ, সাধারণ সম্পাদক আল আমিন, জেলা ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আল-আমিন প্রমুখ।


এসময় ভোলা জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন অংশ সংগঠনের নেতাকর্মীরা, এবং সাত উপজেলা থেকে আগত নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।


বিবার্তা/শাহীন/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com