
ভোলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা আক্তার (৫) ও হালিমা বেগম (৮) নামের দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে।
৩ জুলাই, বুধবার দুপুরের দিকে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের বাঘমারা গ্রামের শফিক মাতব্বর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু দুটি ওই গ্রামের মো. শফিক মাতব্বরের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে বাড়ির সবার অগোচরে তারা পুকুরে গোসল করতে যায়। স্বজনরা দীর্ঘক্ষণ তাদের না দেখতে পেয়ে খুাঁজাখুজি শুরু করেন। এক পর্যায়ে ইয়ানুর নামের এক তরুণী দেখেন হাবিবার পায়ের জুতা পুকুরে ভাসছে। এরপর পরিবারের লোকজন পানিতে নেমে দুই শিশুকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এদিকে আদরের দুই শিশু কন্যার অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। মর্মান্তিক এই মৃত্যুতে ওই গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন মিঞা বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ দাফনের জন্য তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/শাহীন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]