সুনামগঞ্জের ধর্মপাশায় গ্যাস সিলিন্ডারের অতিরিক্ত দাম রাখায় মানিক মিয়া (৩৫) নামে এক সিলিন্ডার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
২ জুলাই, মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার গোলকপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্যাস সিলিন্ডারের অতিরিক্ত দাম বৃদ্ধির অভিযোগে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্যান্য সকল ব্যবসায়ীদের এ ব্যাপারে সতর্ক করা হয়েছে।
বিবার্তা/শহীদুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]