সুনামগঞ্জের দোয়ারা বাজারের আজমপুর এলাকায় সুরমা নদী পার হতে গিয়ে তীব্র স্রোতে নৌকা ডুবে শিশুসহ তিন জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজ তিন জনই আজমপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।
২ জুলাই, মঙ্গলবার আজমপুর ফেরীঘাটের সুরমা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
সকাল ১১টার দিকে ডিঙি নৌকা করে সুরমা নদী পার হওয়ার সময় স্রোতের কবলে নৌকাটি। এসময় মাঝি সাঁতরে পারে চলে আসতে পারলেও দুই মহিলা ও এক শিশু ডুবে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু।
তিনি বলেন, নিখোঁজ ৩ জনকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]