সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
৩০ জুন, রবিবার বিকেলে শিশুটির মৃতদেহ উদ্ধার করে ডুবুরি দলের সদস্যরা।
মৃত শিশুর নাম তাহমিদ (৭)। সে জামালগঞ্জ উপজেলার ভিমখালী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আজিম শাহের ছেলে।
মৃতের স্বজন ও স্থানীয়রা জানান, রবিবার দুপুর দেড়টার দিকে শিশু তাহমিদ বাড়ির পাশে নোয়াগাঁও গ্রামের পিয়াইন নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির করে না পাওয়ায় সুনামগঞ্জ ডুবুরি দলে সাথে যোগাযোগ করেন। বিকেলে সুনামগঞ্জ থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে। বিকেল ৫টার দিকে নদী থেকেই শিশু তাহমিদের মৃতদেহ উদ্ধার করে ডুবুরি দল।
ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তালুকদার জানান, গোসল করতে নেমে শিশুটি পানিতে ডুবে মারা যায়। তার মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]