সুনামগঞ্জের ধর্মপাশায় বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক চৌধুরীকে (৭৮) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
৩০ জুন, রবিবার দুপুর আড়াইটায় ধর্মপাশা সরকারি কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীনের নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের মরদেহকে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামীম আহমেদ মুরাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সদর ইউপি চেয়ারম্যান জোবায়ের পাশা হিমু, মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, সুলতান মজুমদার, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সভাপতি সরফরাজ খান পাঠান প্রমুখ।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা শেষে নিজ গ্রাম জয়শ্রী ইউনিয়নের চানপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যু কালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক চৌধুরী সকালে নিজ বাড়িতে হৃদ্রোগে আক্রান্ত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
বিবার্তা/শহীদুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]