
দিনাজপুরের খানসামা উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত "টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজট রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ (টেকাব)" প্রকল্পের আওতায় কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
৩০ জুন, রবিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এই সনদপত্র বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজউদ্দিন। তিনি ৪০জন প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, প্রশিক্ষণের প্রশিক্ষক নন্দকুমার দেবসহ প্রশিক্ষণার্থীরা।
বিবার্তা/জামান/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]