যেকোনো দুর্যোগে বেসরকারি সহযোগিতা একটি প্রশংসনীয় উদ্যোগ: ড. মোমেন
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ২০:০৩
যেকোনো দুর্যোগে বেসরকারি সহযোগিতা একটি প্রশংসনীয় উদ্যোগ: ড. মোমেন
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, যেকোনো দুর্যোগে সরকারি সাহায্য ও সহযোগিতার পাশাপাশি বেসরকারি সহযোগিতা একটি প্রশংসনীয় উদ্যোগ।


২৯ জুন, শনিবার দুপুরে সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের শাহজালাল বাজার উচ্চ বিদ্যালয়ে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘ক্যাপ ফাউন্ডেশন’ এর উদ্যোগে বন্যার্ত অসহায় মানুষকে আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।


এসময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো দুর্যোগ দুর্বিপাকে সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে সবকিছু নিয়ে মানুষের পাশে রয়েছে। এজন্য সবাইকে সাহস নিয়ে এসকল পরিস্থিতি মোকাবেলা করতে আহ্বান জানান।


এসময় তিনি ক্যাপ ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সুজাত আলী রফিক। ক্যাপ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী নুর হুমায়ুন।


এসময় ২৫০ জন বন্যার্ত পুরুষ মহিলাকে জনপ্রতি নগদ ২৫০০ টাকা করে প্রদান করা হয়।


পরে ড. মোমেন সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের কাজির গাঁওয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক প্রাইভেট লিমিটেড এর উদ্যোগে বন্যার্ত মানুষের মধ্যে শাড়ি ও অন্যান্য কাপড় বিতরণ করেন। সেখানে অন্যান্যের মধ্যে সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ শাহানুর, সিলেট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার, ব্যাংক ব্যবস্থাপক শাহ আহমদ বান্না প্রমুখ।


বিবার্তা/লোকমান/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com