
ঢাকার ধামরাইয়ে এক পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
২৬ জুন, শুক্রবার ধামরাইর শ্রীরামপুর পূর্বপাড়া এলাকায় এঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার শ্রীরামপুর এলাকায় মোখলেসুর রহমানের বাড়িতে নিয়ে ওই পোশাক শ্রমিককে ধর্ষণ করেন স্থানীয় রেডিসন পোশাক কারখানার কিউসি আল আমিন। পরে ওই নারী চিৎকার দিলে অভিযুক্ত পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
ধর্ষণের শিকার গার্মেন্টস শ্রমিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
ধামরাই থানার উপ-পরিদর্শক সূদন চন্দ্র বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে রাতে।
বিবার্তা/বাশার/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]