ইসলামপুরে কৃষকলীগ নেতা আসাদুল্লাহ হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন
প্রকাশ : ২৮ জুন ২০২৪, ১২:৪৩
ইসলামপুরে কৃষকলীগ নেতা আসাদুল্লাহ হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরের ইসলামপুরে ব্রহ্মত্তোর গ্রামের কৃষকলীগ নেতা আসাদুল্লাহ ওরফে নিদু কাজী হত্যাকারীদের গ্রেফতার, কঠোর শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।


শুক্রবার (২৮ জুন) সকালে নিহতের পরিবার ও এলাকাবাসীর আয়োজনে উপজেলার নোয়ারপাড়া কাজীর বাজার সড়কে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।


মানববন্ধন চলাকালে নিহতের স্ত্রী ফেলানী ও নূরজাহান বেগম, নিহতের ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিন কাজী ও যুবলীগ নেতা ফরহাদ কাজীসহ এলাকাবাসীর অনেকেই বক্তব্য রাখেন। এসময় বক্তারা কৃষকলীগ নেতা আসাদুল্লাহর হত্যাকারী সকল আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামান।


উল্লেখ্য, ঈদের দিন বিকালে পূর্ব শত্রুতার জেরে ওই ইউনিয়নের কবীর হাসান চায়না গংরা ব্রহ্মত্তোর গ্রামের৷ কৃষকলীগ নেতা আসাদুল্লাহ কাজীকে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহতের ভাই জামাল উদ্দিন কাজী বাদী হয়ে ইসলামপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।


বিবার্তা/ ওসমান/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com