
পিরোজপুরের কাউখালীতে বিদ্যালয়ে স্ট্রোক করে মারা গেছেন মো. আলতাফ হোসেন (৫৬) নামে একজন সহকারী প্রধান শিক্ষক।
২৬ জুন, বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান শেষে শিক্ষকদের বসার কক্ষে তিনি মৃত্যুবরণ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরন চন্দ্র রায় বলেন, আলতাফ হোসেন শ্রেণিকক্ষে পাঠদান শেষ করে অফিস কক্ষে বসেন। এ সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আলতাফ হোসেনের মৃত্যুর সংবাদ শুনে হাসপাতালে আসেন উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা এবং উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ তার সহকর্মীরা। এসময় তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন তারা।
বিবার্তা/রবিন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]