
পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরে ডুবে জুনায়েদ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
২৫ জুন, মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের পক্ষিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু জুনায়েদ পক্ষিয়া পাড়া গ্রামের শিমুল হাওলাদারের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শিশু জুনায়েদ খেলতে গিয়ে সবার অগোচরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জুনায়েদকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]