শিরোনাম
বরিশালে ‘ছোট রাজু’ বাহিনীর আত্মসমর্পণ
প্রকাশ : ৩০ মার্চ ২০১৭, ১৫:০৮
বরিশালে ‘ছোট রাজু’ বাহিনীর আত্মসমর্পণ
বরিশাল ব্যুরো
প্রিন্ট অ-অ+

বরিশালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছে জলদস্যু ‘ছোট রাজু’ বাহিনীর ১৫ সদস্য। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে র‌্যাব ৮ এর রূপাতলীস্থ প্রধান কার্যালয়ে এ আত্মসমর্পণ অনুষ্ঠিত হয়।


র‌্যাব ৮ এর অধিনায়ক লে. কর্নেল মো. আনোয়ার উজ জামানের সভাপতিত্বে আত্মসমর্পণ আনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সচিব ড. কামাল উদ্দিন আহম্মেদ ও র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।


আত্মসমর্পণকারীরা হলো- বাহিনী প্রধান মো. রাজু মোল্লা ওর‌ফে ছোট রাজু (৪৮), মো. ম‌নিরুল ইসলাম (৩৫), মো. সিরাজুল ইসলাম গাজী (২৯), মো. আলফাজ হো‌সেন (২৫), মো. হারুন সরদার (৩৮), মো. বিল্লাল গাজী ওর‌ফে ম্যা‌জিক বিল্লাল (৩৬), মো. খ‌তিব গাজী ওর‌ফে খ‌তিব (৩৭), মো. মিকাইল গাজী (৩৭), মো. কামরুল সরদার (৩৯), মো. ফরহাদ সরদার (২৬), মো. সালাম গাজী (৩৭), মো. মিলন শেখ (২৫), মো. ফরহাদ গাজী (৩২), মো. সা‌ব্বির শেখ (৪২) ও মো. মনিরুল গাজী ম‌নি (৩৯)। এদের বাড়ি খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলায়।


আত্মসমর্পণকালে জলদস্যুরা পাঁচটি বিদেশি এক নালা বন্দুক, পাঁচটি বিদেশি দোনালা বন্দুক, সাতটি পয়েন্ট ২২ বোর বিদেশি এয়ার রাইফেল, চারটি শ্যুটার গানসহ মোট ২১টি আগ্নেয়াস্ত্র। এই সময় মোট ১২৩৭ রাউন্ড গুলি জমা দেয়।


বিবার্তা/প্লাবন/সফিকুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com