
গাইবান্ধার পলাশবাড়ীতে রুবেল মিয়া (৫০) হত্যায় দায়েরকৃত মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, উপজেলার মহদীপুর ইউনিয়নের বুজরুক বিষ্ণুপুর গ্রামের বোর্ড বাজার এলাকায় পৃথক দুটি পরিবারের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের নারী-পুরুষসহ প্রায় ১০ জন আহত হয়। পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুবেল মিয়া মারা যায়।
এ ব্যাপারে নিহত রুবেলের মেয়ে রেবা খাতুন প্রতিপক্ষের ১৭ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিদের গ্রেফতারে থানা পুলিশ অভিযান অব্যাহত রাখে। এরই এক পর্যায় থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামানের নির্দেশে একটি পুলিশ টিম শনিবার (২২ জুন) সকালে অভিযান চালিয়ে মামলার তিন আসামিকে গ্রেফতার করেন।
এরা হলেন, ওই গ্রামের তারা মিয়ার ছেলে জামিরুল ইসলাম ওরফে জাম্ু্ব (৪০), মৃত জয়নাল আবেদীনের ছেলে রফিকুল ইসলাম ওরফে অফির উদ্দিন (৫২) ও মৃত নুরু মিয়ার ছেলে আফছার আলী (৫৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরণ করা হয়। অবশিষ্ট আসামিদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে ওসি জানান।
বিবার্তা/খালেক/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]