
রাজশাহীর শিরোইল মঠপুকুর এলাকার একটি ছাত্রাবাস থেকে নিরাপত্তা প্রহরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃত শাহীন (২২) নামের ওই নিরাপত্তা প্রহরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শাহীন নওগাঁর মান্দার ওহেদ আলীর ছেলে।
২২ জুন, শনিবার দুপুরে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।
রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, কিছুদিন আগে মহানগরের থিম ওমর প্লাজায় নিরাপত্তা প্রহরীর কাজে যোগ দেন শাহীন। সেখানে তিনি ট্রেনিং অবস্থায় ছিলেন। আজ সকালে মেসে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে তার উদ্ধার করেন। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।
এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]