লক্ষ্মীপুরে গাঁজাসহ নৌ-পুলিশের হাতে আটক ৩ নারী
প্রকাশ : ২১ জুন ২০২৪, ২১:০৯
লক্ষ্মীপুরে গাঁজাসহ নৌ-পুলিশের হাতে আটক ৩ নারী
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট লঞ্চঘাট থেকে ১৫ কেজি গাঁজাসহ ৩ নারীকে আটক করেছে নৌ-পুলিশ।


২১ জুন, শুক্রবার দুপুরে তাদেরকে আটক করা হয়।


বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।


আটক নারীরা হলেন, গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানাধীন গুয়াবাহার গ্রামের ইয়াদ আলীর স্ত্রী জোবেদা বেগম (৫০), কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন কাইকার চর গ্রামের মো. সাগরের স্ত্রী বিথী আক্তার (২৬) ও কুমিল্লার চান্দিনা থানাধীন ভোমরকান্দি দক্ষিণ পাড়া গ্রামের মো. জালাল হোসেনের স্ত্রী মাহফুজা আক্তার (২৩)।


নৌ-পুলিশ জানায়, আটককৃতরা কুমিল্লা থেকে বাসযোগে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাটে আসে। তারা গাঁজাগুলো নিয়ে লঞ্চযোগে ভোলার উদ্দেশ্যে যাবার কথা ছিল। তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় লঞ্চঘাটে দায়িত্বরত নৌ-পুলিশের সদস্যরা তাদেরকে আটক করে একজন নারীকে দিয়ে তল্লাশি চালায়। এসময় তাদের তিন জনের দেহে বাঁধা অবস্থা থেকে ৫ কেজির তিন প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়৷


লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট নৌ-পুলিশের ইনচার্জ (পরিদর্শক) বিকাশ চন্দ্র চৌধুরী জানান, আটককৃত নারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনি নিজে বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন। তাদেরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/সুমন/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com