
নেত্রকোণার মোহনগঞ্জে পানিতে ডুবে তোরা মনি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
২০ জুন, বৃহস্পতিবার সকালে মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তোরা মনি উপজেলার মাঘান সিয়াধার ইউনিয়নের গৌড়াকান্দা গ্রামের মিন্টু মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৯ জুন) বিকেলে বাড়ির সামনে পানিতে পড়ে গিয়ে তোরা মনি নিখোঁজ হয়। পরে বৃহস্পতিবার (২০ জুন) সকালে পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]