বনশ্রী খালের বর্জ্য অপসারণ শুরু করেছে ডিএসসিসি
প্রকাশ : ২০ জুন ২০২৪, ০০:১২
বনশ্রী খালের বর্জ্য অপসারণ শুরু করেছে ডিএসসিসি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কোরবানির পশুর বর্জ্য অপসারণ এরই মধ্যে শেষ করেছে ঢাকা সিটি করপোরেশনের কর্মীরা। তবে বনশ্রী খাল পাড়ের একটি অংশ দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের সীমানায় অবস্থিত হওয়ায় বর্জ্য রয়ে যায়।


বিষয়টি নজরে আসার পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের নির্দেশনায় দুপুর ১২টা থেকে ১০টি ডাম্পট্রাক, ১টি হুইল অ্যাসকেভেটরসহ প্রয়োজনীয় জনবল নিয়ে বনশ্রী খাল পাড়ের বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেন।


যা বৃহস্পতিবার (২০ জুন) শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। বুধবার (১৯ জুন) এক বার্তায় এ তথ্য জানানো হয়।


বার্তায় আরও জানায়, বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৫৫টি ওয়ার্ডে কোরবানির পশু জবাই হয়েছে। ইতোমধ্যে সকল ওয়ার্ড (৪১ নম্বর ওয়ার্ড ছাড়া) থেকে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।


চাঁদরাত হতে শুরু করে গত ৩ দিনে ৫ হাজার ৩১৯ টি ট্রিপের মাধ্যমে ২৩ হাজার ৯৫৮ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।


এ ছাড়া আজ সন্ধ্যার মধ্যে সকল পশুর হাট থেকে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। সর্বশেষ মেরাদিয়া হাটের বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানান তিনি।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com