
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দিনাজপুরের খানসামা উপজেলায় নিম্ন আয়ের দরিদ্র ও অস্বচ্ছল ১৩শ পরিবারের মাঝে জনপ্রতি সোয়া কেজি গরুর মাংস বিতরণ করেছে সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যাডভান্সমেন্ট অব বাংলাদেশ (ছওয়াব)।
১৭ জুন, সোমবার ঈদের দিন দুপুরে পাকেরহাট শাহ হাসকিং মিল চত্বরে মাংস বিতরণ করে ছওয়াবের ভলান্টিয়াররা।
এসময় উপস্থিত ছিলেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ, ছওয়াব’র ডেপুটি ম্যানেজার (অর্থ সংগ্রহ ও আইটি) খোরশেদ আলম এবং এসিট্যান্ট ম্যানেজার সিরাজুল ইসলাম ও এসিট্যান্ট ম্যানেজার (অর্থ সংগ্রহ) আশরাফুল ইসলামসহ ভলান্টিয়ারগণ।
ছওয়াব ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। সাম্যতা ও সবার জন্য সমান অধিকারের লক্ষ্য নিয়েই ছওয়াব প্রতিষ্ঠিত হয়েছে। যা বর্তমানে সারা বাংলাদেশেই তাদের মানবিক কাজ পরিচালনা করছে। গুণগত শিক্ষা, স্বাস্থ্য, বিশুদ্ধ পানির জন্য বিভিন্ন পদক্ষেপসহ যেখানেই মানবিকতা বিপর্যয় হয়, সেখানেই ছওয়াব সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তারই ধারাবাহিকতায় ঈদের দিন দিনাজপুরের খানসামা উপজেলায় ২৩টি গরুর মাংস বিতরণ করা হয়।
বিবার্তা/জামান/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]