
পিরোজপুরের ইন্দুরকানীতে ঈদগাহে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জুন) সকাল সাড়ে ৭টায় ইন্দুরকানী এফ করিম আলিম মাদ্রাসার ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়।
ঈদের নামাজে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল আহসান গাজী, উপজেলা নির্বাহী অফিসার মো. আবু বক্কর সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুল হক দুলাল, ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার, পিআইও মো. শফিকুল ইসলাম সহ রাজনৈতিক, বিভিন্ন পেশার ব্যাক্তিবর্গ ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
ঈদের নামাজে ইমামতি করেন অবসর প্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ও ঈদগাহে নামাজের নির্ধারিত ইমাম আ. মান্নান হাওলাদার ।
দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে শুরু হয় খুৎবা। এরপর বিশেষ মোনাজাতের পর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল আহসান গাজী ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবু বক্কর সিদ্দিকী উপস্থিত সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল আহসান গাজী বলেন, উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আযহায় বয়ে আনুক কল্যান, সবার মধ্যে জেগে উঠুক ত্যাগের আদর্শ। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মধ্যে ।
বিবার্তা/শামীম/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]